![]() |
চলতে চলতে : পুষ্পজিৎ পতি |
চলতে চলতে জীবন,
যান্ত্রিক যোগাযোগ.
সম্পর্ক তেল সিক্ত কলকব্জা ফ্লেক্সিবল.
প্ৰেম-অপ্রেম প্রকৃতির মেঘ বৃষ্টি ঝড়,
হার না মানা আবেগে এগিয়ে চলা,
পথ চলা....
চলতে চলতেই জীবন দর্শন,
আত্মীক যোগাযোগ.
কর্তব্যে বাঁধা গীতা-উপনিষদ,
মানবিক অনুশাসনের পাটিগণিত.
চলতে চলতে মোড়ক জীবন,
মেকী অবয়ব প্রচার প্ররোচিত আধুনিকতা.
নাটক মঞ্চ ছাড়া, ঘোমটা লজ্জাহীন অভিনয়.
চলতে চলতেই কথা বলা,
গান-গল্প-কবিতা.
অনুভূতির শিকড়ে পুষ্ট প্রতিবাদ, নিঃশব্দ ছন্দ সম্পৃক্ত বৌদ্ধিক কথামালায়-
এগিয়ে চলা,
পথ চলা...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন