![]() |
তোমার তুমিতে আমি : কর্ণধর মণ্ডল |
"তোমার তুমিতে আমি!" বাঁচতে চাই....
প্রহর গুনি তোমার অতল আঁখির কাজলে!
তোমার সুখেই আমি স্বপ্ন রচি;
পাতা ঝরা গোধুলীক্ষণে,হৃদয়ের ধুসর অন্তঃনীলে।
"তোমার তুমিতে আমি!" খুঁজতে চাই....
আমার বিষাদময় অপাংক্তেয় ভবিতব্য।
অব্যক্ত যৌবনে; অনুরাগে অনুরণনে,
সৃষ্টি-সুধার অভিলাষে বিষ্ফোরিত প্রেম-কাব্য।
"তোমার তুমিতে আমি!" ডুবতে চাই....
বারংবার অনুভবে গোলাপী অধরের স্নেহ-চুম্বনে!
আবেগ আর অনুভুতি; হৃদয়ে মননে গাঁথি!
তমসা আঁধার ঢাকি,স্নিগ্ধ জোছনার আলিঙ্গনে।
"তোমার তুমিতে আমি!" দেখিতে চাই....
আমার বেহিসাবী যৌবন সমুদ্রের উন্মত্ত জল-রাশি।
বক্ষ'মাঝে ডান-অলিন্দে; মন-মানসীর টিকটিক করাঘাত,
ভরেছে উঠান;নিয়ে দীগন্ত বিস্তৃত সোহাগী হাসী।
"তোমার তুমিতে আমি!" ছুঁইতে চাই....
মাতাল ওলির বেশে কুসুমিত সৌরভ করিতে পান।
হৃদয় উজাড় করে;দিয়েছো মনের মাধুরী ঢেলে,
হৃদয় মরুর শুষ্ক গাঁঙে অবিরত তুলে তুফান।
"তোমার তুমিতে আমি"!হারাতে চাই....
তোমার উষ্ণ আলিঙ্গনে আকুতি জানানো দীর্ঘঃশ্বাসে।
"তোমার তুমিতে আমি"!মরিতে চাই....
সহস্র-বার তোমার তৃষিত স্পর্শে প্রেমিকের বেশে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন