![]() |
শারদ প্রেক্ষাপটে : আরতি ধর |
ফল কি সত্যিই ছত্রভঙ্গ?
দিকে-দিকে অশান্তির কালো মেঘ
সমস্যায় জর্জরিত সমাজ
তারি মাঝে মায়ের আগমনি বার্তা...
কাশফুলে বৃষ্টির ছাট
শিউলি ঝরছে ----
শরৎ এর স্নিগ্ধ সকালে
মন খুশিতে!!!
হানাহানি, খুনোখুনি
দিন-রাত দড়ি টানাটানি
তারি মাঝে ওই শোনা যায়
মায়ের আগমনের ধ্বনি...
অকাল বোধন
আজ যে অনেক পরিবর্তন
ঋতু বোঝা দায়
বোঝা দায় মনুষ্য চরিত্র...
মৃন্ময়ী মায়ের চলছে সাজগোজ
কোথাও সাবেকী, কোথাও বা
ইচ্ছে মতন
আসছেন মা সপরিবারে
মায়ের এবার ঘোটকে আগমন...
পাঁঁচ দিনের তরে
খুশির জোয়ার সবাকার ঘরে- ঘরে
সব কিছু ভুলে
সব বিদ্বেষ ফেলে
খুশির জোয়ার বয়ে যায় প্রানে
আনন্দময়ী মায়ের আগমনে।
পাঁচ দিন শেষে
ফিরবেন অবশেষে
মায়ের এবার ঘোটকে গমন
এসো আনন্দময়ী
এই ধরাধামে
প্রান ছুটে যাক নতুন উদ্যমে
নতুন দিশার সন্ধান দিও
ব্যর্থতা যত সব মুছে নিও
প্রেম-প্রীতির ছত্র-ছায়া খানি
মেলে ধরো মা
প্রার্থনা একটাই ছত্রভঙ্গ করো না।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন