![]() |
সন্দীপ কুমার ঝা |
এইমাত্র প্রতিজ্ঞা ভেঙে,যে শেষ সিগারেটটা জ্বলল,
তার সাথে আর কী কথা ?
আ্যশ-ট্রে উবু হলেই মুখর হয়ে উঠবে একা ডাষ্টবিন।তুমি জানো!
জমানো কথা,সব প্রতিজ্ঞাগুলিতে আজ তবে
বাতিলের বিজ্ঞপ্তি ঝোলানো থাক!
হ্যাঙারে ঝোলানো ,নিকোটিন গন্ধ শার্টে,দাঁড়িয়ে থাক স্পর্ধিত কলার আমার।
তুমি জানো,দামী ছাইদানিতে জমা,কাদের কথা, ভস্ম!
তুমি জানো,অফিস শার্ট,কাদের কর্পোরেট ডার্ক!
শুধু খবর রাখনি,
শব্দেরা কখন নিজেদের শব,দাহ করে ফিরেছে!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন