![]() |
লক্ষ্মী কান্ত মণ্ডল |
মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে মাঠের মধ্যে
ভেজা বাতাস জাপটে ধরছে মেঘ
তাকে ঘিরেই বুক টানে ছায়া ছায়া বকের
দিগন্তময় সৃষ্টিদিন
তিমির পিয়াসি মনের ভেতর ভাসছে মগ্নতা
একটাই বর্ষা - একটাই ফসল - আর স্বস্তির ঝলক
বেলা বাড়তে বাড়তে ছড়িয়ে পড়ে উজ্জ্বল ঝুমকো মাঠ
তখন চারদিকে দুপুর
ঠোঁট দুটো থর থর করে কাঁপে স্নায়ুর ভেতর
এমনকি জলও , তলও - অনন্তের বাঁধনে এঁকে দেয়
গ্রীবা চুইয়ে শিরদাঁড়ার খাঁজ বেয়ে নামতে থাকা
জলের ফোঁটা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন