তিলোত্তমার ছায়া আর আমি
বিকাশ দাস (বিল্টু )
তোমার অঙ্গারের ভূষি গভীর রাতে বিনিদ্র চোখে উথাল সাগরের ঢেউ;
সে তিলোত্তমা ছাড়া আমার আর হতে কি পারে কেউ?
সাঁঝবাতির জোনাকির আলো জ্যাবের পকেটে রেখে, নিরুপায় মন হাওয়াতে জোনাকি উড়িয়ে আলোর স্বপ্ন দেখে.....
সজনে গাছের ফাঁকে তিলোত্তমা আমায় যায় যে এঁকে।
মধুর আবেগ আবেশ হয়ে তিলোত্তমা বেলা শেষে অবেলায় উষ্ণ গালে নরম ঠোঁটের পরশ মাখে,
ঝাপসা আঁধারে আঁধার জুড়ে বুনো মন আমায় ডাকে।
আলো ছায়াতে "ছায়া" আলো-ছায়া লুকোচুরি করে,
আষাঢ়ের ভর দুপুরে বকের পাখায় যেমন মেঘেরা লুকোচুরি খেলে,
অঝোরে বারি ধারায় উষ্ণ আলিঙ্গন নিথর স্বপ্নের কায়া হয়ে অতৃপ্ত বাসনা আলিঙ্গন করে দু'গালে।
হারিয়ে যাই, কোথায় যাই, কোন সে সুরে, কোন সে নাবিকের পালে....?
নিরালায় সেই ছায়া ক্যানভাসে আসে ;ভাসে।সে'তো তিলোত্তমা !
মায়া বড়ই বেহায়া!আজও টানে, আজও হাঁকে সেই অতৃপ্ত ভালোবাসা।
চাঁদের বেশে চাঁদ-ছোঁয়া অধরা মাধুরী, নিশিযাপন রাতে খুব, খুব'ই মায়াবী....
ভালোবাসি তিলোত্তমা আজও তোমায়; তোমার মাধুরী।য-- তুমি যে আমারই সোহাগী।
সোহাগের আদরের ছোঁয়া ভুলি ক্যামনে? বলো তিলোত্তমা!!
ঘুম নেই চোখে... অপলক চোখে... আজও যে আমি তোমার বিবাগী, কাঁদে যে আজও সত্তা।
.
.
.
.
অপলক দুটি চোখ বিনিদ্র রাতে আজও কথা কয়, চোখে চোখে নামহীন নামতা গোনে....
নামতায় হয় ভুল, হৃদয় হয় আকুল ; আকুতি কে'বা শোনে?
তবুও মিছে নামতার কোরাস গাই, হয়না তবুও গোনা শেষ,
অচিনপুরের অচিন গাঁয়ে অচিনমন আনচান করে, যায় যে কোন'সে দেশ?
সে দেশেও গভীর রাতে পিয়াসীর গান, বাটা ভরা পান ;মন হয় আনচান।
সুর উঠে মনে, একা হাসে,একা কাঁদে এসরাজের প্রাণ !
ক্যা'মনে ভুলি ও'গো তিলোত্তমা তোমায়?- কতই'বা করি রজনী নিঃশেষ.....
এই ক্লান্তির অপারগতা আর কত !আসবে কি আর ফিরে সেই "ভরাশ্রাবণ"অশেষ?
হারিয়ে যাওয়া কথা হাওয়াতে মিশে, হাওয়া হয়ে হাওয়ায় ভাসিয়ে.....
মরীচিকা হয়ে আসে আমার পাশে, তোমার আলিঙ্গন যে আজও আমার গায়ে।।
সাঁঝবাতি ঠায় জ্বলে প্রতি -ক্ষনে আমার অন্তকিরণে,
হৃদয়ের দহন সে'তো তিলোত্তমা, তিলোত্তমাই জানে...
তারাদের সাথে কত'না ঘাত প্রতিঘাতে, কত কাটিয়েছি একসাথে,
তি লো ত্ত মা -তি লো ত্ত মা.... বলে ডাকি রাতে, তবুও এলেনা আহারে..... !এলোনা সাথে, এলোই'না পাশে...
বসে থাকি নিভৃতে তোমার ছায়ার সঙ্গমে, জীবন দুয়ারের দ্বারে
রাত শেষ হয় তিলোত্তমা,.... ও'গো তোমার মায়াবী চুমে .. তবুও পাইনা তোমারে !!
কত স্মৃতি, কত কথা, কত ছবি অজান্তেই ভাসে,
কত'না না'বলা কথা জমা বুকে, মিছে স্বপ্ন একাই তাই হাসে।
উপমা উপমায় খাতার পাতা হয় শেষ, ছন্দ কেটে কবিতা লিখি
স্বপ্নেরা মিছে আশা দেখায়, আমি যেথায় ছিলাম সেথায় আছি, বাস্তবকে তাই তো শিখি।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন