![]() |
মনিমা মজুমদার |
ব্যবচ্ছেদ
টেবিলের ওপর সাজানো আছে পরপর লাশগুলি,
আট দশটি হবে হয়তো,
সঠিকভাবে গুনতে ইচ্ছে করছে না।
দু'হাতে ছুরি কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছি নির্বিকার।
আলো ক্রমশ ছোট হয়ে আসে, ক্ষীণ আলোয়
লাশেদের মুখগুলি আরো বেশি স্পষ্ট তখন।
ধীরেধীরে এগিয়ে যাই ব্যবচ্ছেদের দিকে,
নগ্ন দেহগুলি দেখে চমকে উঠি
কোনোটার মুখ অবিকল আমার,
হাতের আঙুলের সাদৃশ্য কোনোটার সাথে,
পায়ের পাতা, কোমর, উরু সব সব চেনা আমার!
আমার দেহের টুকরোগুলি কীভাবে যেন
আবার প্রবেশ করতে চাইছে ফাঁকফোকর দিয়ে আমার শরীরে।
ছুরি কাঁচি হাতে আমি লড়তে থাকি,
আমি কাটতে থাকি এক এক করে লাশেদের,
বাতাসে উড়িয়ে দিই কাটা অঙ্গপ্রত্যঙ্গ।
অবসন্ন আমি, তাকিয়ে দেখি নিজের দিকে
কখন যে ক্ষয়ে গেছি আমি!
ধুলো থেকে কুড়োতে থাকি আমার দেহাবশেষ!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন