নৈশাহার পর্বের কথা
..............................
চিরপ্রশান্ত বাগচী
না,
রাতের খাবার অন্তত মাটিতে বসেই খাই , খেতে চাই । সারাদিন চেয়ার-টেবিলে
থেকে থেকে ঠিক এই সময় , হয়তো হাতে নিয়েই শেষ করা যায় একটু সব্জি আর দু'খান
রুটি ;
তবুও মাটির সীমাহীন ভালোবাসার আকর্ষণে আমি তার অন্তঃস্থলে প্রবেশ করে, মুহূর্তে আমার আদিনিবাস শণাক্ত করে ফেলি ;
শিকড়ের
টান বলে যাকে তোমরা কেউ কেউ অভিহিত করো ; আর আমিও বলি , এই উত্থান, এই
সাজানো মঞ্চের ওপর মিথ্যা বকবকম , বরং এ এক আশ্চর্য প্রবাস ।
হ্যাঁ , রাতের খাবার, যতোই ঝরে পড়ুক আলোর রোশনাই কোনো উৎসব- অনুষ্ঠানে
আমার
ভিতরে আমি প্রথমে দু'পা ছড়িয়ে ,তারপর আসন গেড়ে, যেভাবে খাদ্য গ্রহণ করি ;
তখন আমার উচ্চতা ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে ওঠে, অলৌকিক ।
.............................. ..............................
২/১২১, কেওটা-ঘোষপাড়া (লালবাড়ি-পশ্চিম ) , ডাক - সাহাগঞ্জ ৭১২১০৪ , হুগলি
ফোন : ৮২৪০৫৮৮১০২।। ৯৪৩৩৫২৪৯০০।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন