![]() |
কিশলয় গুপ্ত |
পিথাগোরাসের উপপাদ্য ৭
যে শব্দগুলো একটু বেশী রাতে ঘরে আসে-
তারা নাকি অধিকতর বাচাল হয়।
তবু আপন পরবশ হয়ে তাদের সাথে
তুলে রাখি দু'একটা মোহন সেল্ফি।
তুমি কি তাকেই শিৎকার বলো?
এই দ্যাখো- তেল মেখে জলে ডুব দেবার আগে
নাবিকের মতো গভীরতা মাপি।
গভীর জলের মাছেদের আচরণবিধি শিখি,
ইলিশের সাথে সূর্যের সম্পর্ক খুঁজি।
ঢেউ ছুঁয়ে যায়- ডোবাতে পারে না।
অসাবধানতায় মশারীর দড়ি খুলে গেলে-
বিছানার চাদরে উষ্ণতা ধরি।
অন্ধকার ঘরে অনাহূত পতঙ্গের কান্না।
তুমি কি তাকেই শিৎকার বলো?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন