![]() |
বিজয়া বিশ্বাস |
নামতা মুখস্থ করো
প্রতিদিন জপতপ করো ,
শুধু মাথা উঁচু করো না...
কেউ মুখ চেপে ধরবে ...
কেউ শিয়াল হবে, চড়ুই দেখে...
কেউ বিড়াল হবে,ইঁদুর দেখে...
আর কেউ ধর্ষক হবে, নারী দেখে...
তবু তুমি নামতা মুখস্থ করো...
প্রতিদিন কি করে গুণ হয় দেখো,
কখনো দেখো না...
কতটা হিমোগ্লোবিন ঝরে বিয়োগ হলো...
আমরা তো আছি ,
আইন নিয়ে...শক্তি নিয়ে ...
গলার কাছে বৃহৎ এক বাক যন্ত্র নিয়ে...
বেশী কথা বললে লিভার পচিয়ে দেবো
ও নারী তুমি নামতা মুখস্থ করো...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন