কল্পরাজ্য
সমাপ্তি চৌধুরী
আমার কল্পনার রঙে পৃথিবী হয়ে উঠল রঙিন
নেইকো জরা, নেইকো বার্ধক্য
চারদিক সবুজ, সতেজ ও নবীন।
নেইকো হিংসা, নেইকো দ্বেষ কিম্বা মারামারি,
মানুষ ভুলে গেছে ভয়ঙ্কর অতিমারি।
নীড়ে ফেরা পাখিরা মত্ত কূজনে,
জ্যোৎস্না আলোয় লেগেছে ভালবাসার পরশ
নদীর জলস্রোতে মিশেছে চাঁদের হাসির বিচ্ছুরণ
ঘাসফড়িংয়ের ডানায় ডানায় স্বাধীনতার আবেশ।
মেঘপরীরা ভেসে চলেছে অজানার উদ্দেশ্যে,
মনের পাখনায় ভর করে আমিও ভাসমান
সবুজ পাহাড়, নীল জলরাশি আর ছাতারে পাখির দল,
আদিমতায় মত্ত মানব- মানবী,
তালে তালে বাজছে মাদল।
এখানে চারিদিকে সংক্রামিত ভালোবাসা
জাত-ধর্ম-বর্ণ ভুলে সবাই শুধু মানুষ
বিধাতা সৃষ্ট পৃথিবীতে মানুষ ও প্রকৃতি পাশাপাশি,
এখানে শুধুই ভালো বাসাবাসি।
গবেষক ও চিত্রকর একাসনে আসীন
নেই কোনো ভেদাভেদ, ক্ষমতার আস্ফালন,
সমাজপতির চোখ রাঙানি ভুলে
মানুষ মেতেছে মানুষের কল্যাণে।
বিধাতাপুরুষ হাসেন অলক্ষ্যে
কল্পলোক কী রূপায়িত হবে বাস্তবে?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন