যদি আমি হারিয়ে যাই
সুচরিতা
যদি আমি হারিয়ে যাই?
খুঁজবে তুমি? লুকোচুরি নয়,
সত্যি হারিয়ে যাওয়া।
বলো খুঁজবে তুমি?
যদি খুঁজতে চাও
খুঁজো ওই পুকুর পারে
জলে আধ-ফোটা ফুল দেখে
শাপলা, না পদ্ম এই নিয়ে
জল্পনা করেছি কত!
সেই পুকুর ধারে..
বা পাইনের বনে
যেখানে বসে বলেছিলাম
আমরা এখানে আসবো
তোমার হাতে হাত রেখে
বসবো এই জনহীন বনে!
খুঁজো সেখানে!
যদি খুঁজতে চাও!
যদি খুঁজতে চাও
পেয়েও যেতে পারো
ছাতিম ফুলের গন্ধে
সে গন্ধ তোমায় পথ চিনিয়ে দেবে
হয়তো পেয়েও যেতে পারো
পঞ্চমীর রাতে!!
ছাতিমের ফুলের গন্ধে আমি আছি
আছি শাপলা ফুলে
আছি মেপেল পাতায়,
বড় ভালোবেসে কুড়িয়েছিলাম
শুধুই তোমার জন্য!
রক্তমাংসের এই আমিটা হয়তো হারিয়ে যাবে...!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন