রূপকার : স্বপন কুমার মজুমদার


রূপকার

 

স্বপন কুমার মজুমদার


আমি কত যুগ পরে এসেছি
এই পৃথিবী মাঝারে, বিস্ময় মেনেছি 

শুধু দেখে দেখে , কে গো তুমি 

সাজিয়ে রেখেছো এমন
চিত্র বৈচিত্রে ধরণী ভরে।

চন্দ্র সূর্য গ্রহ তারা-
পাহাড় নদী ঝর্ণা ধারা
বনে উপবনে সুশোভিত ফুল,
বৃক্ষ শাখায় শাখায় আশ্রিত বিহঙ্গ কুল,
মহাসাগরে উঠেছে তরঙ্গ লহরিয়া ।

মেঘমেদুর নীলাম্বর-
বর্ষা বাদলের কত না আড়ম্বর,
ঘন জঙ্গল বিচরিত প্রাণী
আমোদ-প্রমোদের দানবী দানবী 

নিপুণতার প্রদর্শনী দেখি শিহরিয়া।

কে গো তুমি সেই রূপকার
তোমায় দেখিবার বাসনা আমার
কি মানসে সজ্জিত করেছ তুমি
অপরূপ সৌন্দর্যে এ রঙ্গভূমি
একবার সম্মুখে এসে কহ বিবরিয়া।

চারিদিকে মোর আঁধার ঘনায়
ফিরে যেতে হবে আজি এ বেলায়
নইলে নয়ন ভরে আরো দেখতাম,
তব সৃজনের মাঝে থাকতাম
অকুণ্ঠ লোলুপতায় ।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.