![]() |
তোকে আমি দিতে পারি : মেহেদী পাতা |
তোকে আমি দিতে পারি হাঁটুভেজা সমুদ্র-ঢেউ
দিতে পারি লাইট হাউসের সাবধানী অন্ধকার
সূর্যাস্তের আড়ালে আমার ছায়া।
তোকে আমি দিতে পারি সাঁওতালি নাচ কোমর
দিতে পারি টার্কয়েজ ব্লু ঠোঁট, নিঃস্বার্থ
ভূমধ্যসাগরের আভিজাত্য, বুনো গন্ধ।
তোকে আমি দিতে পারি ময়ূরী সঙ্গম
দিতে পারি আনাতোল ফ্রঁসের প্যারি
তারাফুল ফোটা জলে জলবিদ্যুৎ, বিনাশ।
তোকে আমি দিতে পারি ছাউনিতে সেঁকা নরম রুটি
দিতে পারি তছনছ করা আশ্রম, অগস্ত যাত্রা
তুই কী আমার সাপ হবি ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন