![]() |
শাশ্বতপ্রেম : পূরব ব্যানার্জী |
একটা শাশ্বত প্রেমের কবিতা লিখতে বসে,
তোর মুখটাই ভেসে উঠল ডায়েরির পাতায়---
কোনো অচিন পাখির প্রাণ জুড়ানো গান স্মৃতির ক্যানভাস ছুঁয়ে,
বুকের ভেতরটা, একরাশ অব্যক্ত যন্ত্রণায়
হাহাকার করে উঠল।
যে গানের সুরে সন্ধ্যায় নীড়ে নীড়ে জেগে ওঠে প্রাণের হিল্লোল
ক্লান্ত মৌমাছির দল, মৌ ঘ্রাণের মৌন্যতায় ডুব দেয় ---
যে গানের ছন্দে, সব হারানোর বিরহের অব্যক্ত শব্দেরা,
একান্তে মালা গাঁথে প্রেমের কবিতায় !
সেই গান যেন আবারও আপন করে নিল তোকে কবিতার খাতায়
ভালোবাসা হয়তো এই ভাবেই শাশ্বত হয়ে থেকে যায়---
হৃদয়ের অন্তস্থলে গড়ে ওঠে একটা নতুন পৃথিবী সকলের অজ্ঞাতে,
নয় পুরুষ, নয় নারী, এ যেন অলীক কোনো সুরে সুরে অশরীরী---
যেখানে তুই আর আমি অনাদি অনন্ত এক নির্মোহ বন্ধন !!
হয়তো বা এরই নাম শাশ্বত প্রে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন