![]() |
আজ আমি এক বিষাক্ত নিকোটিন : সৌরভ হালদার |
আমি কে?
সেটা তোমার জানার দরকার নেই,
হতে পারে আমি
এক বিষাক্ত নিকোটিন।
যেটা ছুঁলে তুমি মারা যেতে পারে
কিন্তু আমি তোমাকে পেতে চায়,
তোমার ভালোবাসায় মলিন হয়ে যেতে চায়
তখন তুমি কি করবে?
আমাকে ছেড়ে চলে যাবে অজানা দুনিয়ায়।
কিন্তু আমি তোমাকে বোঝাতে চাই,
এক নরক এ হাসতে পারে
কষ্টের মধ্যে দিয়ে।
এক বাস্তব ও কখনো থেমে যায়
যখন সে বুঝতে পারে আমি নিকোটিন এ আসক্ত।
আজ তুমি ভুল বুঝেছ
শুধু তুমি ভুল ছিল,আজ ও আছ
তুমি ভুলে গেছ এক সময় আমিও
তোমার কাছে প্রিয় ছিলাম।
আজ আমি এক বিষাক্ত নিকোটিন,
এখন কেউ আর আমাকে স্পর্শ করে না
আমি সেই ছিলাম আজ ও আছি আগের মতো,
শুধু তুমি নেই আমার মনেরো ভিতর।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন