![]() |
আত্মপ্রেরণা : ছবি ধর |
নদী যেমন তটভূমে রেখে যায় চরণরেখা ,
ফেলে যায় হৃদয়ের পলি
বিছিয়ে যায় নরম বালুকারাশি ---
তেমনি জীবনের পরতে পরতে
বয়সের ভাঁজে ভাঁজে মানুষের আত্মব্যথা l
সেখানে আপনজনের
স্নেহ -মমতা সম্পর্কের কটুতাও স্পষ্ট l
আমাদের সখ্যতায় পলি জমে নদীর মতোই উপর্যুপরি নাব্যতা হ্রাস পায় l
হারিয়ে ফেলে বহতা নির্মল উচ্ছাস l
যেমন করে নবাগতা কিশোরী মেয়েটি একাত্ম হয়ে স্বপ্নের জাল বোনে --
আমিও আত্মপ্রেরণায় মগ্ন হই
মনে মনে l
ঘুমের ঘোরে তন্দ্রার ভাঁজে গুঁজে রাখি স্বপ্ন ,
অধরা স্বপ্নেরা আজও লুকোচুরি খেলে ,
আজন্ম আমায় ফাঁকি দিয়ে ভেঙে যায় তন্দ্রার সাঁকো l
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন