জাতির শত্রু : বিপ্লব গোস্বামী

জাতির শত্রু : বিপ্লব গোস্বামী
জাতির শত্রু : বিপ্লব গোস্বামী

রক্ত নিয়ে এ কি বরবরতার খেলা খেলিস তরা হায় !
লজ্জানত মানব জাতি
আজ সভ‍্য সমাজ লজ্জা পায়।
কি দোষে ওদের কেড়ে নিলে প্রাণ
আড়াল হতে হত‍্যা করে
পেলে কোন বীরের সম্মান !
তরাতো নিজেকে ভাবিস
বীর সাহসীর জাতি
এ বুঝি তোদের বীরের গৌরব !
করলে হত‍্যা ঝাপসা আঁধার রাতি।
তরা যদি বীর তবে পালালে কেন
কাপুরুষের মত !
তোমরাতো সব কাপুরুষ
জাতির শত্রু যত।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.