![]() |
খোলা ছাদের কবিতা : সন্দীপ কুমার ঝা |
সুবর্ণা সিরিজ-৫
সারাদিন আকাশের দিকে তাকানোর সময় হয়নি।
মাথা নীচু করে দেওয়া গলি পথ।
কানা ল্যাম্প পোষ্টের তলা দিয়ে সাবধানী
দুই হাত ভর্তি,তেল নুন
তবুও বহুদিন পর আজ সন্ধ্যায়,
ছাদের উপরে বৃষ্টি নামল। তুমুল বৃষ্টি।
সারাদিনে টের পাইনি কখন-
এক সার্থক প্রেমের কবিতা রচিত হয়েছে
আমার মেঝে ধুলোময়
সুবর্ণা,ছাদের উপরে যে কবিতা
আজ তোমাকে দিলাম!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন